Gyneacology
Sananda fashion

কনট্রাসেপটিভ পিলস

sananda

আমার বয়স ৩২ বছর। দু’বছর আগে বিয়ে হয়েছে। আগামী দু’বছর মা হওয়ার কথা ভাবছি না। আমি নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল খাই। এই ধরনের পিল রেগুলার খেলে কি সন্তানধারণে সমস্যা হতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক
প্রথমত আপনাকে নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। আপনি একবার আলট্রা সাউন্ড, হরমোন প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট করিয়ে নিন এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। উনি আপনার রিপোর্ট দেখে বলে দিতে পারবেন পিল কন্টিনিউ করা উচিত হবে কি না।
আমার বয়স ২১ বছর। ১৬ বছর বয়েসে পিরিয়ড হয়। আমার পিরিয়ড খুব অনিয়মিত। প্রতি মাসেই নির্দিষ্ট দিনের সাত আট দিন পরে পিরিয়ড হয়। এমনকী, দু’ মাসের গ্যাপও হয়ে যায়। আমার প্রথম থেকেই এই সমস্যা রয়েছে। এটা কি কোনও অসুখের লক্ষণ?
এই ঘরনের সমস্যা একবারেই নেগলেট করা উচিত নয়। আপনার সিমটম শুনে মনে হচ্ছে পসিসিস্টিক ওভারি হয়ে থাকতে পারে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আলট্রা সোনোগ্রাফি, হরমোন প্রোফাইল পরীক্ষা করিয়ে নিন এবং কোনও গাইনিকলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। প্রয়োজনে আপনাকে লাইফস্টাইল চেঞ্জের উপর জোর দিতে হতে পারে।

facebook
facebook