vvvv
Fashion for youজমজমাট পুজোর শপিং

প্রতিবারের মতো এবারেও ‘শপার্স স্টপ সানন্দা পুজোর বাজার ২০১৭’ শপিংপ্রেমীদের জন্য নিয়ে এল দারুণ সুযোগ। কেনাকাটার পাশাপাশি থাকছে ফ্যাশন শো, নানা ধরনের গেম, স্টোরিটেলিং সেশন, নানা ধরনের আকষর্ণীয় অফার সহ স্টাইলিং ওয়র্কশপ এবং শপার্শ স্টপ গিফ্ট ভাউচার সহ আরও নানা রকমের সুযোগ। ফেস্টিভালটির উদ্বোধন হয় ২২ অগস্ট। চলবে ১ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং রাইমা সেন। অ্যাক্রোপলিস মল এবং ফোরাম মলে অনুষ্ঠিত ফ্যাশন শো-য়ে শোস্টপার ছিলেন অভিনেতা পায়েল সরকার এবং মুমতাজ় সরকার। শপার্শ স্টপ স্টাইলিং ওয়র্কশপে উপস্থিত ছিলেন অভিনেতা অরুণিমা ঘোষ, সোহিনী সরকার, ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল এবং দেবারুণ মুখোপাধ্যায়। পুজোর সাজগোজ নিয়ে তাঁরা সানন্দা ক্লাব মেম্বারদের নানা টিপস দিলেন। এ’বছর সবচেয়ে আকষর্ণীয় ইভেন্ট ছিল ছোটদের ফ্যাশন শো। শপার্স স্টপের ফেস্টিভ কালেকশনে সেজে র‌্যাম্পে হাঁটল খুদের দল।


facebook
facebook